প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর জনশক্তি অফিসে বিদেশগামীদের করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু
চাঁদপুর জেলার বিদেশগামীদের করোনার ভ্যাকসিন প্রাপ্তির জন্যে চাঁদপুর জনশক্তি অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিস থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
|আরো খবর
বিদেশগামীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ তথা করোনার ভ্যাকসিন প্রাপ্তির জন্যে নিবন্ধন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এই গণবিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, প্রত্যেক জেলার জনশক্তি ও কর্মসংস্থান অফিসে ওই জেলার বিদেশগামীদের করোনার ভ্যাকসিন প্রাপ্তির রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি কার্যদিবসে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এই গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন জেলার জনশক্তি অফিসের তালিকাও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, চাঁদপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের নামও রয়েছে। চাঁদপুর জেলা অফিস হচ্ছে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ আউটার স্টেডিয়াম সুইমিংপুল গেইটের বিপরীতে।
এ বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করা হলে বলা হয়, বিদেশগামীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির জন্য সরকার এ ব্যবস্থা করেছে। তাই চাঁদপুরের বিদেশগামী যাদের জরুরি প্রয়োজনে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োজন, তাদের জেলা জনশক্তি অফিসে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।