মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৬:০১

‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ এ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে সৃজনশীলতার উচ্ছ্বাস

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই

মো. জাকির হোসেন
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই

সারা দেশের সঙ্গে একাত্ম হয়ে চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই অনুপ্রেরণামূলক স্লোগানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে পুরো আয়োজনটি।

বৃক্ষরোপণে বদলের বার্তা

অনুষ্ঠানের সূচনা হয় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। কলেজ মাঠে অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন-এর নেতৃত্বে রোপণ করা হয় বিভিন্ন সুপারি গাছের চারা। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য জনাব শাহ আলম মজুমদার, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, মামুনুর রহমান, সবিতা বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। “একটি গাছ মানেই একটি প্রাণ। আর একটি প্রাণ মানেই জীবনের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব।”

রঙে আঁকা বাংলাদেশের স্বপ্ন

প্রতিযোগিতার পর্বে প্রথমে অনুষ্ঠিত হয় গ্রাফিতি ও চিত্রাঙ্কন২৪-এর রঙ ব্যবহার করে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলে তাদের স্বপ্নের বাংলাদেশ। চিত্রকর্মগুলোতে ছিল জলবায়ু পরিবর্তন, মুক্তিযুদ্ধ, নবপ্রজন্মের দৃষ্টিভঙ্গি—এসব বিষয়। এক বিচারক মন্তব্য করেন, “এই চিত্রগুলো শুধু ক্যানভাসে নয়, আমাদের চেতনার গায়ে আঁকা হয়ে থাকে।”

কবিতায় প্রতিবাদ, রচনায় প্রতিজ্ঞা

এরপর অনুষ্ঠিত হয় রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

‘আমার বদলে যাওয়া বাংলাদেশ’, ‘স্বাধীনতার মানে’, ‘আমি শিক্ষার্থী, আমি পথপ্রদর্শক’—এসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা উপস্থাপন করে মনস্পর্শী লেখা ও আবৃত্তি।

“আমরা শুধু বই পড়ি না, দেশটাকেও পড়ি এবং লিখি।”—এক শিক্ষার্থীর আবৃত্তিতে যেন পুরো প্রাঙ্গণ কেঁপে ওঠে।

খেলায় নেতৃত্ব, প্রতিযোগিতায় একতা

এতে শিক্ষার্থীদের মাঝে ফুটে ওঠে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ প্রতিযোগিতার সৌন্দর্য।

৫ আগস্ট শহীদদের স্মরণে শ্রদ্ধা ও দোয়া

দিনের শেষাংশে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয় ৫ আগস্টের শহীদদের স্মরণে এক হৃদয়গ্রাহী দোয়া মাহফিলের মাধ্যমে। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ছোট হুজুর। অনুষ্ঠানের শুরুতে সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন— “জাতির জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। শিক্ষা, সততা, দেশপ্রেম—এই আদর্শেই আমরা গড়ে তুলবো নতুন বাংলাদেশ।”

বন্ধন গড়ার পুরস্কার বিতরণ

সবশেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহারসামগ্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাসুদুর রহমান এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। সহকারী অধ্যাপক রোটা: মোঃ জাকির হোসেন বলেন— “এই প্রজন্মই একদিন দেশ বদলাবে। তাদের চিন্তা, কল্পনা, সৃজনশীলতা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ।”

এক ঝলক মুহূর্তের ফ্রেমে

সারাদিন জুড়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

ছবির ফ্রেমে ধরা পড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষকদের ভালোবাসা এবং নতুন আগামীর প্রস্তুতি।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়