বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৬:৪৩

জেদ্দা মিশন কর্মকর্তাদের রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র অফিস পরিদর্শন

প্রবাসীদের সন্তোষ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
জেদ্দা মিশন কর্মকর্তাদের রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র অফিস পরিদর্শন

রোববার (২৫ মে ২০২৫) রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত

সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি রিয়াদ বাথা প্রধান কার্যালয় পরিদর্শন করেন

জেদ্দা কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা,

জেদ্দা মিশন কার্যালয়ের প্রধান মো. মাহবুব জামান, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পাসপোর্ট ও ভিসা কাউন্সেলর মুহাম্মদ আবুল লাইছ। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির অফিস ইনচার্জ আবু সায়েদ মো. তারেক, জেদ্দা প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন সহ প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির কর্মকর্তারা।

জেদ্দা মিশন কর্মকর্তারা অফিস পরিদর্শনকালে বলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট অফিসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদান করা হচ্ছে।

২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে প্রবাসীদের কী কী সেবা প্রদান করা হয় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মার্কেটিং ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম হৃদয় এবং অফিস ইনচার্জ মো. তারেক ।

অফিস পরিদর্শনকালে দূতাবাস কর্মকর্তারা প্রবাসী সেবা কেন্দ্রে আগত প্রবাসীদের খোঁজখবর নেন, সেবার মান নিয়ে জানতে চাইলে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেন ।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে প্রবাসীদের কল সেন্টারের মাধ্যমে মোবাইল সেবা, whatsapp-এ পাসপোর্ট জমা ও গ্রহণ, তাৎক্ষণিক ম্যাসেজ প্রদান, পাসপোর্ট রিনিউ, পাসপোর্ট রিইস্যু, ই-পাসপোর্ট অনলাইন আবেদন, ফ্রি ফটোকপি সার্ভিস, বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা , জন্মনিবন্ধন সংশোধনী, এনআইডি অনলাইন আবেদন, সৌদি পুলিশ ক্লিয়ারেন্স, প্রবাসী কল্যাণ মেম্বারশিপ কার্ড, ট্রাভেল পারমিট ফরম পূরণ, সেবা নিতে আশা প্রবাসী পুরুষ ও গৃহ কর্মীদের পরামর্শ সহ তথ্য সেবা প্রদান করা হয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বাণিজ্যিক রাজধানী জেদ্দা সহ প্রায় প্রতিটি প্রাদেশিক অঞ্চলে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি ২৪টি অফিসের মাধ্যমে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে। সপ্তাহের শুক্র-শনি দূতাবাস বন্ধ থাকলেও প্রবাসী সেবা কেন্দ্র অফিস খোলা থাকে এবং অনায়াসে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পারছে বলেও কর্মকর্তারা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়