প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৩
হাজীগঞ্জে নতুন ভোটার আবেদন সাড়ে ২২ হাজার
হাজীগঞ্জে নতুন ভোটার হতে ২২ হাজার ৫৫৩ জন আবেদন করেছেন। সরকার ঘোষিত বর্তমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এই সকল আবেদন জমা পড়ে। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫ আবেদনের শেষ দিন পর্যন্ত তথ্য নিশ্চিত হওয়া গেছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদন গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন। অপরদিকে ৬ হাজার ৪৬ জন মৃত হওয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
|আরো খবর
গত ২০ জানুয়ারি হতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য ভোটার যারা বাদ পড়েছেন এবং অন্য যেকোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের মধ্যে ২২ হাজার ৫৫৩ আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন চাঁদপুর কণ্ঠকে জানান, নতুন ভোটার হতে আবেদনকৃত ২২ হাজার ৫৫৩ জনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ হাজার ব্যক্তি আবেদন সম্পন্ন করেছেন। বাকি ৭ হাজার ৫৫৩ জনের আবেদন অপেক্ষমান আছে। এছাড়াও ৬ হাজার ৪৬ জন মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
তিনি বলেন, আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা ও প্রিঙ্গার প্রিন্টের কার্যক্রম) চলবে। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারলে সকলের নিবন্ধন গ্রহণ করা হবে। আমাদের ১৪৬ জন তথ্য সংগ্রহকারী, ৩০ জন সুপারভাইজারসহ মোট ১৭৬ জন হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছেন।