প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৬
"শ্রীনগরে শীতের তাণ্ডব: রাস্তাঘাট ফাঁকা, জনজীবন স্তব্ধ"
শ্রীনগরে শীতের তীব্রতায় জীবন থমকে গেছে মুন্সিগঞ্জ, শ্রীনগর: ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জনজীবন একেবারে স্তিমিত হয়ে পড়েছে। গতকাল রাত থেকেই শুরু হওয়া এই প্রকৃতির অধিপতির রোষে সবাই যেন আশ্রয় নিয়েছে।
|আরো খবর
কুয়াশার চাদরে ঢাকা শ্রীনগর: সকাল থেকেই পুরো এলাকা কুয়াশায় ছেয়ে গিয়েছে। ভোরের আলো একেবারে দেখা যাচ্ছিল না। রাস্তাঘাট ফাঁকা, যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলছে। পথচারীরাও সাবধানে পা বাড়াচ্ছেন।
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির দাবি: এমন পরিস্থিতিতে স্কুল-কলেজে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই বাড়িতে বসে আছে। অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণার দাবি তুলেছেন।
কৃষকরা বিপাকে: কৃষকরাও শীতের কারণে বিপাকে পড়েছেন। জমিতে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। শামসুল আলম নামে এক কৃষক জানান, "এই শীতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা আছে। বিশেষ করে ফুলকপি ও শীমে পোকা আক্রমণের সম্ভাবনা বেড়ে গেছে।"
ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত: শীতের কারণে ব্যবসাবাণিজ্যও মন্দা। দোকানপাট খোলা থাকলেও ক্রেতা খুব কম। একজন অটোরিকশা চালক জানান, "রাস্তাঘাট ফাঁকা, যাত্রী নেই, তাই বসে আছি।"
স্বাস্থ্যঝুঁকি: তীব্র শীতের কারণে শ্বাসকষ্ট, জ্বর, কাশিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
প্রশাসনের উদ্যোগ: উপজেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। জনসাধারণকে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং শীত থেকে নিজেদের রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ডিসিকে/এমজেডএইচ