প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৪৬
শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
|আরো খবর
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীনগর উপজেলা প্রেসক্লাব, জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি র্যালি আয়োজন করা হয়, যা উপজেলার চকবাজার থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে উপজেলা গেটে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন দলের সাবেক সভাপতি মমিন আলী ও সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে যদুনাথের বাড়ি জাদুঘর, স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ির জাদুঘর ও ওয়ান্ডারল্যান্ড ডাইনোসর পার্ক দর্শনার্থীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়।
বাঘরা স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলার পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকারি ও বেসরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়। শ্রীনগরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দিনটি অত্যন্ত মর্যাদা ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়।