শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:৪৮

লঞ্চ চলাচল স্বাভাবিক

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

২৫ অক্টোবর শুক্রবার সকাল হতে সব লঞ্চ চলাচলের অনুমতি দেন চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান।

তিনি বলেন, সব লঞ্চ চলাচলের অনুমতি ভোর হতে দেয়া হয়েছে। এখন চাঁদপুর-মুন্সিগঞ্জ এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে ছোট লঞ্চগুলোও চলাচল করছে। আর বরিশাল রুটের লঞ্চ চলাচলেও বাধা নেই। অর্থাৎ স্বাভাবিক সময়ের মতোই সব রুটের লঞ্চ চলাচল করছে।

যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকায় ঘাটে এসে কিছুটা বিপদে পড়েছিলাম। তবে এখন সব লঞ্চ চলাচল করায় ভালো লাগছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে চাঁদপুর থেকে সব রুটের নৌ চলাচল বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ ছিলো। যদিও রেলপথ ও সড়কে যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক ছিলো ও আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়