শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ২১:২৭

সচেতন জেলে ও সুধীজনের মতামত

জেলে আটক না করে নৌকা জব্দ করলেই জাটকা ও মা ইলিশ রক্ষা শতভাগ সম্ভব

বাদল মজুমদার।।
জেলে আটক না করে নৌকা জব্দ করলেই জাটকা ও মা ইলিশ রক্ষা শতভাগ সম্ভব

জাটকা ও মা ইলিশ রক্ষা করতে হলে জেলে আটক না করে নৌকা জব্দ করলে জাটকা ও মা ইলিশ রক্ষা করা সম্ভব। এমনটাই মনে করছেন সচেতন জেলে ও সুধীজন।

নাম প্রকাশে অনিচ্ছুক ৮০ বছর বয়সী এক জেলে বলেন, সাঁতার কেটে তো আর মাছ ধরা সম্ভব নয়। নদীতে জাল ফেলতে নৌকার প্রয়োজন হবেই। জাকি জাল দিয়ে পুকুরে মাছ ধরা যায়, কিন্তু নদীতে মাছ ধরতে হলে নৌকার প্রয়োজন হয়। জেলেদের মাছ ধরার প্রধান হাতিয়ার হচ্ছে নৌকা। সে কারণেই  অভিযানের পূর্ব মুহূর্তে জেলে নৌকা জব্দ করলে জাটকা রক্ষা ও মা ইলিশ রক্ষা  অভিযান সফল হবেই হবে।

সুধীজনরা বলেন,  সরকার জেলেদের চাউল, সেলাই মেশিন, গরু ছাগল তো প্রতি বছর দিয়ে থাকেন। কিন্তু কোনো লাভ হচ্ছে কি? যেসব অসাধু জেলে জাটকা নিধনে মেতে উঠেছে,  তারাই সরকারের খাদ্য সহায়তা পাচ্ছে । ইলিশের প্রজনন ও পরবর্তীতে জাটকা রক্ষা করতে হলে  যতদিন পর্যন্ত জেলেদের বিকল্প কর্মসংস্থান না হবে, ততদিন  জেলেদের জাটকা ধরা বন্ধ  করা অসম্ভব।  তারা বলেন, জাটকা ও মা ইলিশ রক্ষায় নদীর পাড়  এলাকার যেসব ইউনিয়ন রয়েছে সেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদের জাটকা রক্ষা অভিযানে সরাসরি সম্পৃক্ত করতে হবে। চেয়ারম্যান ও মেম্বাররা সম্পৃক্ত থাকলে একজন জেলেও নদীতে মাছ ধরার সাহস করবে না।

তারা আরো বলেন, প্রকৃত জেলে সংখ্যা নির্ণয় করতে হবে। এমন জেলে রয়েছে যাদের জীবন জীবিকা নদীতে মাছ ধরা, কিন্তু তাদের জেলে হিসেবে নিবন্ধন করা হয় নি। তারা সরকারের জেলে হিসেবে সহায়তা পাচ্ছে না।  আবার এমনও দেখা যায়,  নদী অথবা পুকুরেও কোনোদিন মাছ ধরে নি, তারা জেলে হিসেবে সরকারের সহায়তা পাচ্ছে। তারা বিভিন্ন সময়ে অসাধু উপায়ে জেলে হিসেবে নিবন্ধন করে ফেলছে। তারা নদীতে যেসব  নৌকা দিয়ে মাছ ধরা হয়, সেসব নৌকার নিবন্ধনের মাধ্যমে পুনরায় জেলে সংখ্যা নিবন্ধন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মওজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত  নিয়েছে সরকার। সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। কিন্তু কতোটা মা ইলিশ রক্ষা ও প্রজনন ঘটানো সম্ভব হবে এবং পরবর্তীতে জাটকা রক্ষা কার্যক্রম কতোটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়