প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫১
চাঁদপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
চাঁদপুর জেলা পুলিশ এর আয়োজনে রবিবার (১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ) পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুদীপ্ত রায়, পুলিশ সুপার(সাময়িক দায়িত্বপ্রাপ্ত), চাঁদপুর।
|আরো খবর
চাঁদপুরের পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে পুলিশ কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র), এটিএসআই হতে টিএসআই এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার-২০২৪ এর প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণে কর্মকর্তা এবং কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা বাড়িয়ে বিভাগীয় পদোন্নতির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) সুদীপ্ত রায় বলেন, "পুলিশ বাহিনীতে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচি কর্মকর্তাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম করবে।"
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং তারা এই প্রশিক্ষণ কোর্সকে সফল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।