সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৩

৪০ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু আগামী ১৯ সেপ্টেম্বর

অনলাইন রিপোর্টার
৪০ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু আগামী ১৯ সেপ্টেম্বর

বুধবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিবৃতিতে জানানো হয় যে করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ শে সেপ্টেম্বর।

এতে জানানো হয় যে আগামী ১৯ শে সেপ্টেম্বর স্থগিত থাকা ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা ( সাধারণ ক্যাডার) শুরু হয়ে চলবে ১১ অক্টোবর পর্যন্ত। এই সময়ে সাধারণ ক্যাডারে ২ হাজার ৬৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই মৌখিক পরীক্ষা শুরু কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারি তে।

পিএসসি ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০ তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২ ,পররাষ্ট্র ২৫, করে ২৪, শুল্ক আবগারী ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে ১৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়