প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ২১:১২
বৈষম্য অবসানের দাবিতে চাঁদপুরে সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি

চাঁদপুর সরকারি কলেজে 'No Permission, No Work' স্লোগানকে ধারণ করে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। তাদের এই কর্মসূচির প্রতি সম্মতি জানিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরাও অংশগ্রহণ করেছেন।
|আরো খবর
শিক্ষকরা জানান, বিসিএস ৩২ থেকে ৩৭ তম ব্যাচের প্রভাষকরা যথাযথ নিয়ম-কানুন ও প্রক্রিয়া সম্পন্ন করেও দীর্ঘ ১২ বছর ধরে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও প্রাপ্য পদোন্নতি না পাওয়াকে বৈষম্য হিসেবেই দেখছেন। বর্তমানে দ্রুত পদোন্নতি দেওয়ার জন্যে সরকারের কাছে দাবি করেছেন ।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা নিয়মিত শ্রেণির ক্লাস ও পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে বিরত রয়েছেন। ফলে অনেক শিক্ষার্থী কলেজে আসলেও ক্লাস হওয়ায় না হওয়ার দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। শিক্ষকরা বলেন, অন্যান্য ডিপার্টমেন্টের নির্ধারিত সময়ের মধ্যেই পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত এ বৈষম্যের অবসান চান। শিক্ষকদের দাবি সরকার দ্রুত পদক্ষেপ নিলে সমস্যার সমাধান সম্ভব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।







