শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জুন ২০২১, ২০:১৮

আগামীকাল ২৮ জুন সোমবার থেকে সারাদেশে রিকশা ও পণ্যবাহী যানবাহন ছাড়া গণপরিবহন বন্ধ

অনলাইন ডেস্ক
আগামীকাল ২৮ জুন সোমবার থেকে সারাদেশে রিকশা ও পণ্যবাহী যানবাহন ছাড়া গণপরিবহন বন্ধ

আগামীকাল ২৮ জুন সোমবার থেকে সারাদেশে রিকশা ও পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। আজ ২৭ জুন রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৮ জুন সোমবার সকাল ৬টা থেকে আগামী ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ থাকবে। সারাদেশে এ সময়ে রিকশা ও পণ্যবাহী ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে। শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এছাড়া বিভিন্ন হোটেল-রেস্তোরা খোলা থাকলেও বসে খাওয়া যাবে না। সকল সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

করোনাভাইরাসজনিত সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন পাঁচটি শর্ত যুক্ত করে সরকার এ বিধিনিষেধ আরোপ করে। ১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। ২. সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। ৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে। ৪. সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে। ৫. জনসাধারণকে মাস্ক পড়ার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গত বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে নতুন করে বিধিনিষেধ দেয় সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়