প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭
শহীদ বুদ্ধিজীবী দিবসে সব স্কুল-কলেজে আলোচনা সভা

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ খ্রিষ্টাব্দের এদিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে সুবিধাজনক সময়ে আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর দিবসটি পালনে শিক্ষার্থীদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা, সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন করে তা প্রতিষ্ঠানের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে।
|আরো খবর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে এসব নির্দেশনা দেয়া হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে দিবসটির তাৎপর্য তুলে ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা, সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন করে তা প্রতিষ্ঠানের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে। শহীদ বুদ্ধিজীবীদের জন্য উপস্থাপিত শেখ রাসেল দেয়ালিকার তিনটি ছবি তুলে ইমেইলে (14december71@gmail.com) পাঠাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।