প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:০৫
হাজীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সকালে দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন সকালে নাসিরকোটে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক তাপস শীল সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার উল্যাহর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে হাজীগঞ্জ প্রেসক্লাব, ডা. আজাদুল হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিল্পকলা একাডেমি শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে। একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আমজনতা।
শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা ফারুক হোছাইন, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণি, সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।