প্রকাশ : ২৫ জুন ২০২১, ১৯:০৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০৮ : আক্রান্ত শনাক্ত ৫,৮৬৯ জন
গত ২৪ ঘন্টায় সারাদেশে প্রাণঘাতী করোনায় সংক্রমণ হয়ে মৃত্যু হয়েছে ১০ জন এবং শনাক্ত হয়েছে ৬,০৫৮ জন। করোনায় আজকের মৃত্যুর সংখ্যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। চতুর্থবারের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনায়। এ পর্যন্ত করোনায় সারাদেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬ জনের এবং মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, চলতি বছরে দেশে করোনার সংক্রমণ ধরার পর একদিনের হিসেবে ১৯ এপ্রিল সর্বোচ্চ মৃত্যু হয়েছিল। সেদিন ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তার আগের দিন ১৮ এপ্রিল মৃত্যু হয়েছিল ১০২ জন। এছাড়া ১৬, ১৭ ও ২৫ এপ্রিল ১০১ জন করে মারা যান। খুলনায় একদিনে সর্বাধিক ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন মারা গেছেন ঢাকায়।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৮ হাজার ২৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৬৫৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৯৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার মৃত্যুর এই সংখ্যা ছিল ৮১ জন, বুধবার ৮৫, মঙ্গলবার ৭৬, সোমবার ৭৮, রবিবার ৮২, শনিবার মৃত্যু হয় ৬৭ জনের এছাড়া শুক্রবার মারা যান ৫৪।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ২৭ জনই খুলনার। এছাড়া ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১৬, সিলেটে ৩, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৩৩ জন নারী। এদের মধ্যে ১১ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৯৭৬ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৯৯৫ জন এবং নারী ৩ হাজার ৯৮১ জন।