বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ জুন ২০২১, ১৭:৩২

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার খান সড়কের বালু ব্যবসায়ী খুন

গোলাম মোস্তফা

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার খান সড়কের বাসিন্দা বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি ( ৫৫) খুন হয়েছেন। জানা যায়, তিনি চাঁদপুর শহরের বাগাদী রোডে বালু ব্যবসা করতেন।

তিনি যে বিল্ডিংয়ে বসবাস করতেন, ঐ বিল্ডিংয়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, রেহান উদ্দিন মিজির বাড়ি শরীয়তপুর জেলার শখিপুর এলাকায়। তিনি গত দেড় বছর যাবত ট্রাক রোডের খান সড়কের 'তামান্না শারমিন' ভিলার ৩য় তলার পশ্চিম পার্শ্বের ফ্লাটে ভাড়া থাকতেন। তার তিন মেয়ে এবং ১ ছেলে রয়েছে। মেয়েরা বিবাহিত হওয়ায় সবাই শ্বশুড় বাড়িতে এবং একমাত্র ছেলে বিদেশে বসবাস করেন। তিনি ও তার স্ত্রী একাই এ বাসায় বসবাস করতেন।

জানা যায়, তাঁর স্ত্রী গত ২ দিন পূর্বে দেশের বাড়িতে বেড়াতে যান। প্রতিদিনের ন্যায় রেহান উদ্দিন মিজির স্ত্রী আজ সকালে স্বামীর খোজ-খবর নেয়ার জন্য মোবাইল ফোনে বারবার রিং করেন। কিন্তু রেহান উদ্দিন মিজি মোবাইল ফোন রিসিভ না করায় পার্শ্ববতী ভাড়াটিয়াকে তার বাসায় গিয়ে খোজ খবর নেয়ার জন্য রেহান উদ্দিন মিজির স্ত্রী বলেন।

পরবর্তীতে বাসার পাশ্ববর্তী ভাড়াটিয়া গিয়ে দেখেন, তাদের ফ্লাটের বাহির দিয়ে দরজার ছিটকারী লাগানো। পরে তিনি দরজার ছিটকারী খুলে ঘরের ভিতর ঘিয়ে দেখেন, বাসার খাটের উপর লাশটি পড়ে আছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি থানা পুলিশকে জানান।

ঘটনাস্থলে বর্তমানে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের টীম পৌঁছে। চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনাস্হল পরিদর্শন করেন।

পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, যিনি খুন হয়েছেন তার বাড়ি শরিয়তপুরের শখিপুর। এখানে স্বামী এবং স্ত্রী থাকেন। ২৩ জুন বুধবার রাত থেকে যে কোনো সময় খুনিরা তাকে খুন করে ঘরের বাইরে থেকে দরজায় ছিটকারি বন্ধ করে চলে যায়।আমরা খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে এসে বেশ কিছু খুনের আলামত পেয়েছি এবং তা সংগ্রহ করে স্থানীয় থানা পুলিশকে হস্তান্তর করেছি।

পিবিআই জানায়, খুন হওয়া রেহান উদ্দিনের শরীরের সামনে পিছনে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বেশিরভাগ আঘাতই তার মাথায় করা হয়েছে। তাকে কোনো বোটা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া তার নাভির নিচেও অন্ডকোষে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের ফলেই তার মৃত্যু ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিবদর্শন করে বলেন, আমরা বিষয়টি দেখছি। ঘটনাটি কেন ঘটেছে, কি কি কারণে ঘটতে পারে, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এখানে পারিবারিক কোনো দ্ব›দ্ব ছিল কি-না, সম্পত্তি সংক্রান্ত কোনো কিছু আছে কি-না, এছাড়া কিছুদিন পূর্বে একজনের সাথে কথা কাটাকাটি হয়েছে, সে বিষয়টিও আমরা দেখছি। উপর্যুক্ত ঘটনায় মাননীয় পুলিশ সুপার থানা পুলিশ, সিআইডি, পিবিআই, ডিবিসহ সবাইকে একসাথে ঘটনাটি উৎঘাটনের জন্য কাজে লাগিয়েছেন। যেহেতু, সবগুলো ইউনিট বিষয়টি নিয়ে একসাথে কাজ করছে, আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা ঘটনাটি উৎঘাটন করতে পারবো এবং আসামীদের আটক করতে পারবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়