রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ২০:৫৪

শিক্ষার্থীরা এবার পাচ্ছে পরীক্ষামূলক নতুন বই : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষার্থীরা এবার পাচ্ছে পরীক্ষামূলক নতুন বই : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিএমপি বলেছেন, শিক্ষার্থীদের হাতে ২০২৩ সালে এবার পরীক্ষামূলক নতুন বই দেওয়া হচ্ছে। এই বইগুলো প্রাথমিকের ১ম ও ২য় শ্রেণী এবং মাধ্যমিকের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর অংশ হিসেবেই দেওয়া হবে।

শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় রূপান্তর ঘটানোয় ২০২২ সালে পাইলটিং করার পরেও ২০২৩ সালের পরিক্ষামূলক বই দিচ্ছি। এই বইগুলো কিভাবে পড়ানো হবে কিভাবে মূল্যায়ন হবে এই সকল বিষয়েও একটা পরিবর্তন আনা হয়েছে। সারাবছর শিক্ষক শিক্ষার্থী শিক্ষাবিদ সবার থেকে বইগুলো সম্পর্কে ফিডব্যাক নিবো। পরে ২০২৪ সালে বইগুলো বিতরণের সময় পরিমার্জন সংযোজন বিয়োজন যা কিছু প্রয়োজন আমরা করে নিবো। আর টিচার্স গাইড গুলো শিক্ষকদের হাত ধরে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। আমরা শিক্ষকদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ নিয়েও কাজ শুরু করেছি।

এসময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন,সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস,২০২৩ সালের নতুন কমিটির সভাপতি এএইচ এম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন,সিনিয়র সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরআগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির নব-নির্বাচিত সভাপতি আহসানুল্লাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভনসহ অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং সরকার থেকে প্রাপ্ত সাংবাদিক কল্যানের আর্থিক

চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়