শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৫৭

ঢাকার সঙ্গে চাঁদপুরের লঞ্চ ও বাস চলাচল বন্ধ

মিজানুর রহমান
ঢাকার সঙ্গে চাঁদপুরের লঞ্চ ও বাস চলাচল বন্ধ

করোনা সংক্রমণ বেড়ে চলায় রাজধানী ঢাকাকে নিরাপদ রাখতে আশপাশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। এই লকডাউনের কারণে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জ রূটের সকল লঞ্চ চলাচল ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিইটিএ কর্তৃপক্ষ। ফলে গতকাল ২২ জুন মঙ্গলবার ভোর থেকে চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ রূটের কোনো লঞ্চ ছেড়ে যায়নি এবং ঢাকা নারায়ণগঞ্জ থেকে কোনো লঞ্চ চাঁদপুর ঘাটে এসে পৌঁছায়নি।

বিআইডব্লিটিএ চাঁদপুর নদী বন্দরের পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম জানান, চাঁদপুর-ঢাকা রূটে ২০ থেকে ২২টি আর নারায়ণগঞ্জ রূটে ১০ থেকে ১২টি লঞ্চ সিডিউল অনুুযায়ী চলাচল করতো। কিন্তু লকডাউনের নিষেধাজ্ঞা থাকায় মঙ্গলবার ভোর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ কেন্দ্রিক সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নৌ-যাত্রীরা। যাত্রীবাহী লঞ্চগুলো বিশেষ করে ভোর ৬টা থেকে দিনের বেলা যেতো লঞ্চগুলো চলাচল করতো সেগুলো ছেড়ে না যাওয়ায় বিকল্প লঞ্চঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে।

অপরদিকে বিআইডব্লিটিএ চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, ২২-০৬-২০২১ তারিখ সকাল ৬টা থেকে ঢাকা-চাঁদপুর ও ঢাকা-নারায়ণগঞ্জ নৌ-পথে যাত্রীবাহী সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে চাঁদপুর-হাটুরিয়া-ডামুড্ডা ও চাঁদপুর-নড়িয়া নৌ-পথে লঞ্চ চলাচল করবে।

অপরদিকে, চাঁদপুর বাস টার্মিনালে সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-কক্সবাজার রূটের বাস চলাচল বন্ধ রয়েছে। নিকটবর্তী রূটের বাস চলাচল করছে। বিশেষ করে কুমিল্লা ও ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর রূটে বাস চলাচল করছে। এ রূটের আনন্দ বোগদাদ ও রিলাক্স পরিবহনের বাসগুলো চলাচল করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়