রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৫১

চাঁদপুর হতে ঢাকার সকল পরিবহন বন্ধ, মাইক্রোতে হাজার টাকায় ঢাকা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর হতে ঢাকার সকল পরিবহন বন্ধ, মাইক্রোতে হাজার টাকায় ঢাকা

গত ২২ জুন মঙ্গলবার হতে ৩০ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত দেশের ৭টি জেলায় সরকার লকডাউন ঘোষণা করেছে। লকডাউনে চাঁদপুর হতে ঢাকাগামী সকল গণপরিবহন বন্ধ হয়ে গেছে। চাঁদপুর হতে কোনো লঞ্চ ও বাস ঢাকা ছেড়ে যায়নি।

ঢাকায় যাবার কোনো যোগাযোগ মাধ্যম না থাকলেও সকালে বাবুরহাট হতে মাইক্রোবাস ও প্রাইভেটকারে হাজার টাকায় ঢাকা যেতে দেখা যায় অনেককে। জানা যায়, ঢাকার সাথে চাঁদপুরের লকডাউন হওয়ায় স্থানীয় মাইক্রো ব্যবসায়ীরা মাইক্রোবাসে করে চাঁদপুর থেকে ঢাকায় যাত্রী পারাপার করছে। গাড়ির প্রতিটি আসনের বিনিময়ে নিচ্ছে হাজার থেকে পনেরশ টাকা। যা পূর্বে নেয়া হতো ২৫০ থেকে ৩০০টাকা।

এ ব্যাপারে বাবুরহাট ট্যাক্সি স্ট্যান্ডের ইজারাদার মাসুদ মালের সাথে কথা হলে তিনি জানান, এটি একটি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে সাধারণত ঢাকা এয়ারপোর্টে প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাড়া যায়। আজ ঢাকার সাথে চাঁদপুরের সকল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের গাড়িগুলো ঢাকায় না গিয়ে শুধু দাউদকান্দি যাচ্ছে। তবে কিছু গাড়ি আজ সকাল বেলা হাজার টাকায় আমাদের স্ট্যান্ডের বাইরে থেকে যাত্রী নিয়ে ঢাকা গেছে। সেখানে আমাদের কিছুই করার নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়