সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৯:২৬

দেশে একদিনে করোনায় আরও ২৩১ জনের মৃত্যু : শনাক্ত ১৪,৮৪৪

অনলাইন ডেস্ক
দেশে একদিনে করোনায় আরও ২৩১ জনের মৃত্যু : শনাক্ত ১৪,৮৪৪

প্রাণঘাতি করোনা ভাইরাসে সারাদেশে প্রাণ হারায় আরও ২৩১ জন। এ সময় নতুন করে শনাক্ত হয় আরও ১৪ হাজার ৮শ' ৪৪ জন। ১ আগস্ট রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

শনাক্তে আরও তথ্য : শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার৫২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৪ হাজার ৮৪৪ জন, যাতে শনাক্তের হার ২৯.৯৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.২৩ শতাংশ। গতকাল ছিল ১৬.১৪ ও তার আগের ১৬.০৮ শতাংশ।

বয়স ভিত্তিক মৃত্যু : গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৩৯ জন ও নারী ৯২ জন। নতুন মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন ও ১১ থেকে ২০ বছরের দুইজন।

বিভাগ ওয়ারি মৃত্যু : মৃত ২৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪০ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ১১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৮ জন।

সুস্থতার তথ্য : আশার কথা এই যে, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে সারাদেশে সুস্থ হলেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়