বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৬:৪৪

চাঁদপুরে বেলা সাড়ে ১১টার পর বাস চলাচল বন্ধ

সীমিত সময়ের মধ্য ছেড়ে যায় বিভিন্ন রুটের প্রায় ২৫টি বাস

মিজানুর রহমান
চাঁদপুরে বেলা সাড়ে ১১টার পর বাস চলাচল বন্ধ

তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণায় চাঁদপুরেও রবিবার সকাল থেকে সড়কপথে যাত্রীদের চাপ বৃদ্ধি পায়। তবে চট্টগ্রামগামী যাত্রীর সংখ্যা ছিলো বেশি। সরেজমিনে চাঁদপুর বাসস্ট্যান্ডে গিয়ে জানা গেছে,বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চাঁদপুর থেকে সকল রুটের চলাচল বন্ধ করে দেয় জেলা ট্রাফিক বিভাগ।

কয়েক ঘণ্টার ব্যবধানে এদিন সকালে চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ও লক্ষ্মীপুর রুটে প্রায় ২৫ টি বাস যাত্রী নিয়ে ছেড়ে যায়। চট্টগ্রাম রুটে হিলশা পরিবহনের চালক মাসুদ(৪৭) জানান, তাদের পরিবহনের ১৩ টি বাস এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এছাড়া সকালে ঢাকাগামী কয়েকটি বাস এবং কুমিল্লা রুটের ৭/৮ টি বাস ছেড়ে যায়।

দুপুর একটার পর অনেক যাত্রী বাসস্ট্যান্ডে আসলেও গাড়ি ছেড়ে না যায় দুর্ভোগে পড়েন তারা।

৩০ জুলাই শুক্রবার রাতে পোশাকসহ সব রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। পাশাপাশি শ্রমিক-কর্মচারীরা যাতে কাজে যোগ দিতে পারে তার সুবিধার্থে সরকার সীমিত পরিসরে গণপরিবহন চলাচলেরও অনুমতি দেয়। এ জন্য

রবিবার বেলা ১২ টা পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়