শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ০০:০৮

চাঁদপুরে করোনা আরো শনাক্ত ২২৯ জন, উপসর্গসহ মৃত্যু ৬ জন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে করোনা আরো শনাক্ত ২২৯ জন, উপসর্গসহ মৃত্যু ৬ জন

চাঁদপুর জেলায় ২৬ জুলাই সোমবার ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ২২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪১.৬৩ শতাংশ। এছাড়া মারা গেছেন ৬ জন। তিনজন করোনা পজিটিভ আর তিনজনের উপসর্গ ছিল। শনাক্ত হওয়া ২২৯ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৭০, শাহরাস্তিতে ৪৪, কচুয়ায় ৩২, হাজীগঞ্জে ২৫, ফরিদগঞ্জে ২০, মতলব দক্ষিণে ২০, হাইমচরে ১৯ ও মতলব উত্তরে ২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজন হচ্ছেন চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বাচ্চু মিয়া (৬৫), শাহরাস্তির খিলা গ্রামের আমিনুল হক (৭০) এবং একই উপজেলার উয়ারুক গ্রামের হাজী আবুল হাশিম (৭০)।

আর করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন হচ্ছেন চাঁদপুর শহরের রহমতপুর কলোনীর জাহানারা (৫০), ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বদরপুর গ্রামের অলিউল্লাহ (৬০) এবং কচুয়ার ডুমুরিয়া গ্রামের সুফিয়া বেগম (৬০)। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চাঁদপুর জেলায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা হচ্ছে ১৬১ জন। আর মোট আক্রান্ত হলো ৮৩৬৬ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়