শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ২১:২৮

'কুমিল্লা বিভাগ হয়েছে, এইটা ভুয়া খবর' : চাঁদপুর কণ্ঠকে আ.ক.ম. বাহাউদ্দিন

রাসেল হাসান
'কুমিল্লা বিভাগ হয়েছে, এইটা ভুয়া খবর' : চাঁদপুর কণ্ঠকে আ.ক.ম. বাহাউদ্দিন

কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী অঞ্চলে দিনভর সোস্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে বিভ্রান্তিকর একটি সংবাদ 'কুমিল্লা বিভাগ হয়েছে'। কুমিল্লা থেকে ফেসবুকে ভাসতে ভাসতে সংবাদটি এসে পৌঁছেছে ইলিশ নগরী চাঁদপুরেও। সর্বত্র একই গুঞ্জন, একই প্রশ্ন 'কুমিল্লা নাকি বিভাগ হয়েছে?'

অনেকেই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিনের ছবি দিয়ে কিংবা তাঁর উদ্বৃতি দিয়ে ঘটাও করে প্রচার করছেন বিভাগ হয়েছে কুমিল্লা। কেউবা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছেন জাতীয় সংসদে কুমিল্লা বিভাগ করার বিষয়ে প্রথম প্রস্তাব রাখা সাংসদ আ.ক.ম. বাহাউদ্দিনকে।

আবার কারো প্রতীক্ষা মঙ্গলবার একনেকে পাস হচ্ছে কুমিল্লা বিভাগ হওয়া সংক্রান্ত খসড়া। কেউ আবার এক ধাপ এগিয়ে বলছেন, প্রজ্ঞাপন হয়ে গেলো। অবশেষে বিভাগ হলো কুমিল্লা।

সাধারণ মানুষের সেই বিভ্রান্তি দূর করতে দৈনিক চাঁদপুর কণ্ঠ থেকে কথা বলা হয় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিনের সাথে। তিনি প্রথম প্রতিক্রিয়াতেই জানান, কুমিল্লা বিভাগ হচ্ছে এইটা ভুয়া খবর। আমাদের কুমিল্লা বিভাগ হচ্ছে অথচ আমি নিজেই জানি না; মানুষ ফেসবুকে লিখে কোথা থেকে? এগুলো মানুষের আবেগ ছাড়া কিছুই নয়।

'তাহলে কি কুমিল্লা বিভাগ হবে না' এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই হবে। বিষয়টি চলমান। মন্ত্রী পরিষদ পর্যন্ত ফাইল গড়িয়েছে। নিকট ভবিষ্যতে কুমিল্লা বিভাগ হবে ঠিকই। তবে এখনই হয়ে যাবে বা হয়ে গেছে এ ধরণের কথা সত্যি নয়।

বিষয়টি সাধারণ মানুষের কাছে উপস্থাপনে উদ্যোগী হওয়ায় তিন বারের এই সংসদ সদস্য চাঁদপুর কণ্ঠকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়