প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
ভালো মানের সরঞ্জাম ভালো খেলাকে উৎসাহিত করে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, খেলার সাথে সম্পৃক্ততা বঙ্গবন্ধু কন্যার রক্তে আছে। শিক্ষা হোক আর খেলা হোক, কখনো প্রধানমন্ত্রী না বলেন না। আমরা পারি, আমরাই পারবো এ মনোভাব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা উন্নয়নের কথা বলার সময় উদাহরণ দিয়ে থাকি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার। কিন্তু ওদের রাজনীতির পরিস্থিতি আর আমাদের রাজনীতির পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে। একে তো বিশাল জনগোষ্ঠী, তার ওপর রাজনৈতিক প্রতিকূল পরিবেশের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া জন্যে কাজ করে যাচ্ছেন।
|আরো খবর
শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়া সরঞ্জাম খেলার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানের সরঞ্জাম ভালো খেলাকে উৎসাহিত করে। আপনারা মানের দিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রোববার রাত ১০টায় হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও বাংলাদেশ স্পোর্টস গুড্স মার্চেন্টস্, ম্যানুফেকচারার্স এন্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক-২০২২-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান পাটওয়ারী ও সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. আর. শামীম।
অ্যাসোসিয়েশন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যারা এ ব্যবসায় আছেন, তারা অনেক ভালো করবেন ব্যবসাতে। ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। আপনাদের এই অ্যাসোসিয়েশনের প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো।
শিক্ষামন্ত্রী বলেন, আমি আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের শহীদদের প্রতি। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল স্বাধিকার আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁদেরকে শ্রদ্ধা জানাই।
বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনসী টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বলেন, খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ক্রীড়া ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনাদের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি বলেন, আমাদের জেলা পর্যায়ে স্টেডিয়াম থাকলেও উপজেলা পর্যায়ে আমাদের কোনো খেলার মাঠ ছিলো না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ বছর ১৮৬টি উপজেলায় উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নিয়ে আমরা কাজ শুরু করেছি। এ অ্যাসোসিয়েশন সুন্দরভাবে ও ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে এ প্রোগ্রামটি করেছে-এ জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের একটি অফিস ছাড়াও যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল কাদের, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ অ্যাসোসিয়েশনের কার্যনিবাহী কমিটি সদস্য ও ক্রীড়া ব্যবসায়ীবৃন্দ।