প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৭:৩৭
সর্বত্র লকডাউন আতঙ্ক, সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে দুশ্চিন্তার ছাপ
বৈশ্বিক মহামারি করোনা থেকে দেশের মানুষের স্বাস্থবিধি রক্ষায়, আগামীকাল ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। আর এই লকডাউন নিয়ে সর্বত্র দেখা দিয়েছে লকডাউন আতংক। ব্যবসায়ী, কর্মজীবীসহ সকল শ্রেনী পেশার মানুষের কপালে দেখা দিয়েছে দুঃচিন্তার ছাপ। চলছে লকডাউন নিয়ে ব্যাপক আলোচনা। তাদের বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা, কেমন হবে এবারের লকডাউন? সাধারন যানবাহন চলাচলসহ দোকানপাঠ খোলা থাকবে - তো? আগের লকডাউনের মতই কি হবে এবারের লকডাউন, এমনি নানাহ প্রশ্ন।
|আরো খবর
তবে এবারের লকডাউন কতটা কঠিন হবে, তা বলতে পারবে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তাগন। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন এবার লকডাউনের বিধিনিষেধ হবে কঠোর ও কঠিন। বাস্তবায়নে থাকবে বিজিবি, পুলিশসহ সেনাসদস্যগন। তিনি লকডাউন শিথিল হয়েছে এমন গুজবে কান না দেওয়ার জন্যও অনুরোধ জানান। জনপ্রশাসনের এমন ঘোষনায় সকলেই ধরে নিয়েছেন কাল ২৩ জুলাই থেকেই শুরু হচ্ছে কঠোর লকডাউন। তবে অন্যান্যবার লকডাউনকে কেন্দ্র করে যেভাবে মানুষের মাঝে কেনাকাটার একটি প্রবনতা দেখা দিয়েছিল, আগামীকালকের লকডাউনকে কেন্দ্র করে তা দেখা না গেলেও দেখা গেছে চাকুরীজীবীসহ সাধারন মানুষদের বাড়ি, ঘরে ফিরে আসার প্রবনতা। তারা দল বেধে ছুটছে যেকোন উপায়ে বাড়ি ঘরে ফিরে আসার জন্য। আর বাড়তি ভাড়া আদায় করতে ব্যাস্ত হয়ে পড়ছে পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিরা। তবে কাল থেকে শুরু হওয়া লকডাউনে পূর্বের মতই ব্যাংক, অফিস, খাওয়ার দোকানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবসা প্রতিষ্টান খোলা থাকবে কিনা তা নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন দেখা দিয়েছে।
অনেক খেঠে খাওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে কর্মহীন হয়ে পড়ার আতংক। তারা কর্মহীন হয়ে পড়লে সংসার চলবে কেমন করে। কোথায় থেকে আসবে সাহায্য সহযোগীতা এমন ধরনের নানাহ চিন্তা তাদেরকে দুঃচিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এর আগে দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঈদুল আজহা পালনের সুবিধার্থে গত ১৪ জুলাই বুধবার মধ্যরাত থেকে কাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পুর্বের চলমান লকডাউন ৮ দিনের জন্য শিথিল করা হয়েছিল। করোনা সংক্রমন ঠেকাতে এতদিন লকডাউনের যে শিথিলতা ছিল কাল ২৩ জুলাই থেকে তা আর থাকছে না। শিথিল হওয়া লকডাউন কাল সকাল ৬ টা থেকে আগামী ৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে এবং পোষাক, কারখানাসহ সব ধরনের কলকারখানাও বন্ধ থাকবে বলে জানা যায়।