প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১৭:৫৩
করোনায় আরও ১৭৩ জনের মৃত্যু, শনাক্ত ৭,৬১৪
সারাদেশে যখন ঈদের আমেজ বইছে তখন করোনায় সংক্রমিত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশের বৃহত্তর অংশ উৎসবে-আনন্দে গরু কোরবারীতে ব্যস্ত আর ১৭৩টি পরিবার সারাদিন ব্যস্ত ছিলো প্রিয়জনের লাশ সৎকারে।
|আরো খবর
বিগত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে ঈদের দিন বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৭৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। একই সময় প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও সাত হাজার ৬১৪ জনের দেহে। নতুন মৃতদের নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪৯৮ জনে। নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা নয় লাখ ৬১ হাজার ৪৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত্যু হার ১ দশমিক ৬৩ শতাংশ।
এছাড়াও নতুন করে মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে ৯৮ জন পুরুষ আর ৭৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩৮ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট বিভাগের ছয় জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন। এর মধ্যে পাঁচজন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।