প্রকাশ : ১১ মে ২০২২, ১৭:০০
ফরিদগঞ্জে ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন
পিতা-মাতার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা : মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ (চাঁদপুর-৪) আসনের সাংসদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হলে, সবাইকে বঙ্গবন্ধুরই নিজের লেখা বই পড়তে হবে। আমাদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের প্রথম কথা হলো পড়, লেখাপড়ার কোনো বিকল্প নেই।
|আরো খবর
তিনি আরো বলেন, আমি যদি কোনো দুর্নীতি করি তাহলে আমার বিরুদ্ধে দুদকে ফোন দিয়ে জানিয়ে দিবেন। পিতা-মাতার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তোলা।
আজ বুধবার উপজেলা সদরে দুই দিনব্যাপী শিশু মেলা উদ্ধোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেলার উদ্ভোদক প্রধান অতিথি হিসেবে মুহম্মদ শফিকুর রহমান এমপি তার বক্তব্য উপরোক্ত কথা বলেছেন।
চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিআরডিবি মাঠে আয়োজিত মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা বেগম, জেলা তথ্য অফিসার মো: মনির হোসেন , থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মেদ মজুমদার।
এছাড়া এমপির সাথে সরকার দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক, হেলাল উদ্দীন, সাবেক সভাপতি বিল্লাল হোসেন, এমপির মনোনীত পৌরসভা প্রতিনিধি জাহাংগীর হোসেন, পুতুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনের পূর্বে সাংসদ মুহম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে উপজেলা সদরে একটি বণাঢ্য র্যালি বের করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।