প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ২০:১১
মৃত্যুর মিছিলে আরও ১৮৭ জন, শনাক্ত ১২,১৪৮ জন
করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণ হারায় আরও ১৮৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭,৪৬৫ জন। ৪১ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহে নতুন শনাক্ত হয় ১২ হাজার ১শ' ৪৮ জন। নতুন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৯৬ শতাংশ। সারাদেশে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয় ১০ লাখ ৮৩ হাজার ৯শ' ২২ জন।
|আরো খবর
শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৩ জন পুরুষ এবং ৭৪ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ১৬৬ জন এবং নারী ৫ হাজার ২৯৯ জন।
বিভাগীয় পরিসংখ্যানে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৮ জন। এছাড়া খুলনায় ৩৯, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৪, বরিশালে ৮, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।
এর আগে, বৃহস্পতিবার ২২৬ জনের মৃত্যু হয়। বুধবার ২১০ জন মারা যান। মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। তার আগে শনিবার (১০ জুলাই) ১৮৫, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়।
গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।