শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১০:২২

দীর্ঘ আইনি জটিলতার পর চাকরি পাচ্ছে অর্ধলক্ষ বেকার

দীর্ঘ আইনি জটিলতার পর চাকরি পাচ্ছে অর্ধলক্ষ বেকার
রাসেল হাসান

অবশেষে প্রকাশ পেলো বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শূণ্য পদের বিপরীতে ৫৪ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। দীর্ঘদিনের আইনি জটিলতা, প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আন্দোলন ও অনশন কর্মসূচীসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে চাকরি প্রত্যাশি বহুল আলোচিত ৫৪ হাজার নিয়োগ সম্ভাব্য শিক্ষক। শেষ পর্যন্ত আলোর মুখ দেখলো বেকারত্বের গ্লানি টানা প্রায় অর্ধলক্ষ তরুণ-তরুণী।

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে এনটিআরসিএ'র ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম গণমাধ্যমকে জানান, ‘ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ফলপ্রত্যাশীদের এসএমএসও দেয়া হবে। বৃহস্পতিবার বিকালে শিক্ষামন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেয়া হয়েছে। নিয়োগ প্রার্থীরা http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ঠিকানায় গিয়েও ফল জানতে পারবেন।

দীর্ঘদিনের মামলা জটিলতার পর এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করল। সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করার জন্য ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। দীর্ঘ দুই বছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালে পৃথক রুল জারি করেন হাইকোর্ট। রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৫৪ হাজার পদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। সাথে সাথেই নিয়োগ স্থগিতের জন্য ফের আবেদন করেন রিটকারীরা।

রিটকারীদের আবেদনের প্রেক্ষিতে চলতি বছর ৬ মে তৃতীয় গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই আদেশে ১২তম নিবন্ধন পরীক্ষার সনদধারীদের মধ্যে যারা বঞ্চিত মনে করে আদালতে গিয়েছিলেন তাদেরকে সাত দিনের মধ্যে নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

চলতি বছর ৩১ মে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী ও অবমাননার আবেদনকারীদের উচ্চ আদালতের রায়ের নির্দেশনা অনুসারে চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএ-কে নির্দেশ দেন হাইকোর্ট। এনটিআরসিএ হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে পূনরায় আপিল করলে রিটকারিদের আবেদন খারিজ করে দেয় আদালত। ফলে শিক্ষক নিয়োগের জন্য আর কোন আইনি জটিলতা ছিলো না।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য ভার্চ্যুয়াল বৈঠকে ফল প্রকাশের সিদ্ধান্ত নেন শিক্ষা মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ৫১ হাজার ৭শ' ৩১টি পদে ফল ঘোষণা করে হবে আজ বাকি পদগুলো রিটের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে।

৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি। এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। মোট ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ২ হাজার ২০৭টি এমপিও পদে রিট মামলায় অংশগ্রহণ করা প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়