প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ২১:৪০
লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের নবীন বরণ
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। জীবনে বড় হয়ে তোমরা যে যাই হও না কেন, সবার আগে ভালো মানুষ হওয়ার চিন্তাটা মাথায় রাখতে হবে। ৫ মার্চ শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|আরো খবর
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীক্ষণে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশে^র দরবারে পরিচিতি লাভ করেছে। আর এসবই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বগুণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় আজ ‘জয় বাংলা’ স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। লুধুয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ, এএসপি (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাজাহান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদউল্লা প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির হোসেন মাস্টার, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুলসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।