প্রকাশ : ১৮ জুন ২০২১, ২১:৩০
ডিপিইও সাহাব উদ্দিনের বিরুদ্ধে দেয়া জেলা প্রশাসকের অভিযোগের তদন্ত ১৯ জুন
প্রসঙ্গ : চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের অনিয়ম ও অসহযোগিতা
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মোঃ সাহাব উদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের অভিযোগের তদন্ত ১৯ জুন শনিবার অনুষ্ঠিত হবে। চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের অনিয়ম ও অসহযোগিতার বিষয়ে জেলা প্রশাসকের অভিযোগের ভিত্তিতে এ তদন্ত ১৯ জুন সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হবে। সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তদন্ত করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোঃ জোবায়েদুর রহমানের স্বাক্ষরিত এবং তদন্ত ও শৃঙ্খলা বিভাগের স্মারক নং ৩৮.০১.০০০০.৩০০.২৭.০২৫.২০১৮.অভি: তদন্ত /১৫, তারিখ : ১৫ জুন ২০২১ খ্রিঃ-এর জারিকৃত নোটিশে উল্লেখ করা হয়, জনাব মোঃ সাহাব উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চাঁদপুর-এর বিরুদ্ধে জেলা প্রশাসক, চাঁদপুর কর্তৃক উত্থাপিত ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২০, সদর, চাঁদপুর-এর ভবন নির্মাণ/সংস্কার ও মেরামত কাজের অনিয়ম ও অসহযোগিতা’র বিষয়ে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হবে। উক্ত তদন্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে সাক্ষ্য প্রমাণাদিসহ যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বারবার তাগিদ দেয়া সত্ত্বেও চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের অর্থের হিসেব না দেয়া এবং অসত্য তথ্য প্রদানসহ অনৈতিক কাজের অভিযোগে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গত ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিনকে শোকজ করেছেন।
এছাড়াও চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের তহবিলে পর্যাপ্ত অর্থ থাকার পরও ২০১৮ সাল থেকে ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার কারণে ডিপিইও সাহাব উদ্দিনের দায়িত্ব অবহেলায় চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চাঁদপুর জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছেন।
গত ৫ মে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী কমিশনার (শিক্ষা শাখা) ও জেলা প্রশাসকের প্রতিনিধি আবিদা সিফাতকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন : চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকোশলী স্বপন কুমার সাহা এবং চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকোশলী মোঃ আলী নূর। উক্ত কমিটি গত ২৫ মে সকাল ১১ টায় চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শন করে।
পর্যাপ্ত অর্থ থাকার পরও গত তিন বছর থেকে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার কারণে মাদকসেবী ও দুর্বৃত্তরা নির্মাণাধীন ভবনের গ্রীল, টয়লেট, দেয়াল ও গভীর নলকূপসহ অনেক অবকাঠামো ভেঙ্গে রাখে এবং চুরি করে নিয়ে যায়। এতে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখার কারণে ভবনের গুণগত মানও নষ্ট হয়।
ডিপিইও মোঃ সাহাব উদ্দিন চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্প কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকা সত্ত্বেও ২০১৮ সালে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব নেয়ার পর থেকে একবারও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সভা করেননি এবং বিদ্যালয়টি একদিনও পরিদর্শন করেননি!
অথচ শিশু কল্যাণ ট্রাস্টের নীতিমালা অনুযায়ী প্রতিমাসে একবার সভা করার নিয়ম রয়েছে। বিদ্যালয় ভবন নির্মাণ তহবিলে পর্যাপ্ত টাকা থাকার পরও তিনি গত তিন বছরে নির্মাণাধীন ভবনের কোনো কাজ করেননি।
গত ১০ মার্চ ২০২১ তারিখে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা ডিপিইও সাহাব উদ্দিনের দায়িত্ব অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ডিপিইও মোঃ সাহাব উদ্দিন গরিবের এই শিক্ষা প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলে বিদ্যালয়ের অভিভাবকরা তখন চাঁদপুর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এজন্য তাঁরা চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানান।