প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত
চলমান লকডাউনের সুযোগে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলনের ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দুটিসহ মোট ৪টি ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দিয়েছে। এর আগে সোমবার ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি গ্রামের দুটি ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দেয়।
জানা গেছে, চলমান সর্বাত্মক লকডাউনের সুযোগে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালীরা অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলন শুরু করে। প্রশাসন লকডাউন কার্যকরে ব্যবস্থা গ্রহণে ব্যস্ত থাকার সুযোগে তারা এই কাজ করছে বলে স্থানীয় লোকজন জানায়। স্থানীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর গত সোমবার ও মঙ্গলবার টানা দুদিন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি গ্রামের দুটি এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হরিণা গ্রামের দুটিসহ মোট ৪টি ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দিয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, সরকার ইতিমধ্যেই ফসলি জমি রক্ষা ও অবৈধ ড্রেজিংয়ের বিষয়ে কঠোর। তাই আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ড্রেজার মেশিন ভেঙ্গে দিয়েছি। ভবিষ্যতেও তা চলবে।