শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুন ২০২১, ২০:৩২

হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যুতে হত্যা মামলা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যুতে হত্যা মামলা

হাজীগঞ্জে রুবি আক্তার (২৫) নামের ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুতে নিহতের বড় বোন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় স্বামীসহ স্বামীর পরিবারের লোকজনের মারধরের কারণে রুবির মৃত্যু হয় বলে নিহতের বাবার পরিবার দাবি করেছে। তবে নিহতের স্বামীর পরিবার দাবি করেছে, রুবি বিষপান করেছে। তিনি উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের বকাউল বাড়ির মানিক বকাউলের স্ত্রী ও মতলব দক্ষিণ উপজেলার বাঁকড়া গ্রামের সেলিম বকাউলের মেয়ে। রুবি ও মানিক বকাউল দম্পতির রবিন নামের ৬ বছর বয়সের একটি ছেলে রয়েছে।

রুবির ভাই শাহাদাত ও তার চাচা জসিম বকাউল জানান, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে মানিক বকাউল প্রবাসে চলে যান। তারপর থেকেই তার শাশুড়িসহ অন্যরা পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে রুবিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো শুরু করে। এসব নিয়ে তাদের মধ্যে প্রায় মনোমালিন্য হতো। সম্প্রতি মানিক দেশে আসলে এসব বিষয় নিয়ে রুবি তার স্বামী মানিককে সব জানায়। এতে মানিক ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে মারধর করেন। এতে করে রুবি রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে তার বাবা-মা বুঝিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়ার কয়েকদিন পর গত বুধবার বিকেল ঘটে মর্মান্তিক ঘটনা।

রুবির ভাই আরও জানান, রুবির শ্বশুর বাড়ির লোকজন বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের বাড়িতে মোবাইল ফোনে জানায়, রুবি বিষপান করেছে। এরপর আমরা ওই বাড়িতে গিয়ে বোনকে উদ্ধার করে প্রথমে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।

রুবি ৩ মাসের অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, এ বিষয়ে নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে নিহতের বাবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়