শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১:২৬

র‌্যাব-১১-এর অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি এলজিসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

প্রেস রিলিজ।।
র‌্যাব-১১-এর অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি এলজিসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩১৪ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলায় ১৯১ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১০২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১২৯টি অস্ত্র, ১৪০৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫০০ জনের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৮৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী ১৮ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৬১৫ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

শুক্রবার

(১৯ ডিসেম্বর ২০২৫) রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় এলজিসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আসামীরা পালিয়ে যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ এলাকাধীন ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ১টি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। উক্ত ব্যাগটি তল্লাশি করে বর্ণিত অস্ত্রগুলো পাওয়া যায়। র‌্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে র‌্যাব-১১-এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়