শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা

মো. ফয়সাল আহমদ
শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা

শাহরাস্তিতে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সেবার মান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্যানিটারি ইন্সপেক্টর ও শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা।

অভিযানে দি খান ডায়াগনস্টিক সেন্টারে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিলো না। লাইসেন্সও দীর্ঘদিন ধরে হালনাগাদ করা হয়নি। কিছু পরীক্ষার ক্ষেত্রে মাননিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায়ও ঘাটতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইউনিক এইড ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কোনো ধরনের অনিয়ম না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, স্বাস্থ্য সেবার নামে অনিয়ম মেনে নেওয়া যাবে না। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়