সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৬

ভ্রাম্যমাণ আদালতে কচুয়ায় দুটি বেকারীর অর্থদণ্ড

মো. নাছির উদ্দিন
ভ্রাম্যমাণ আদালতে কচুয়ায় দুটি বেকারীর অর্থদণ্ড
কচুয়ায় দুটি বেকারীতে অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির।

কচুয়া উপজেলার কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঢাকা বেকারী ও নিয়ামত বেকারী নামক দুটি প্রতিষ্ঠানকে অননুমোদিত ফুড কালার ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করে কচুয়া থানা পুলিশ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির জানান, অভিযানে উপজেলার দুটি প্রতিষ্ঠানে অননুমোদিত কালার ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে দুটি বেকারীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়