প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৯
শাহতলীতে কবিরাজ কর্তৃক রোগী ধর্ষণের শিকার

চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে কবিরাজ কর্তৃক রোগী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) ।
|আরো খবর
জানা যায়, শাহতলী বাজারের সাবেক ব্যাংক রোডের কবিরাজ হাবিবুর রহমান অপুর দোকানে জনৈক নারী আসেন চিকিৎসা নেওয়ার জন্যে। সে চিকিৎসার নামে দোকানের ভেতরে নিয়ে বিভিন্ন কথা বলে। এক পর্যায়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে কৌশল অবলম্বন করে ধর্ষণ করে। এমনকি মেয়েটি এ ঘটনা কাউকে না বলার জন্যে বলে দেয়। মেয়েটি তার বাড়িতে গিয়ে ঘটনাটি বলে এবং পরের দিন এসে বাজারের লোকজনকে জানায়। বাজারের লোকজন ধর্ষণের ঘটনা জিজ্ঞেস করলে ও চাপের মুখে পড়লে কথিত কবিরাজ সেটি স্বীকার করে। পরে বাজারের লোকজন তাকে চড়থাপ্পড় মারলে সে মেয়েটিকে সুকৌশলে ধর্ষণ করে বলে জানায়। এমনকি এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে বিভিন্নভাবে
পাঁয়তারা করে আসছে।
এ খবর শুনে বাজারের ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।
বাজারের ক'জন ব্যবসায়ী বলেন, সে একজন ভুয়া কবিরাজ। তার শ্বশুরের নিকট থেকে দেখে দেখে কবিরাজি ব্যবসা করে আসছে। সে প্রকৃত কোনো কবিরাজ না। সে আগে এসআর-এর চাকুরি করতো। তার কাছে মানুষ একবার আসলে দ্বিতীয় বার যায় না। সে মানুষকে ধোঁকা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে থাকে। কোনো উপকার হয়নি। সে দীর্ঘদিন যাবত কবিরাজির অন্তরালে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
তার বিচার হওয়া জরুরি। যাতে আর কোনো মেয়ে চিকিৎসার জন্যে এসে ধর্ষণের শিকার হতে না হয়।এ ঘটনার পর কথিত কবিরাজ দোকান বন্ধ করে চলে যায়।
এ ব্যাপারে হাবিবুর রহমান অপুর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে সে ফোন রিসিভ না করে কেটে দেয়। একটি সূত্র জানায়, কথিত কবিরাজ অনেক নারীর সাথে খারাপ কাজ করেছে। মানসম্মানের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।







