বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১:৩৩

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ একজন আটক হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫ ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ূম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে জুনেদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেন। এসময় আটককৃত জুনেদের হেফাজত থেকে ১২১পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত জুনেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়