মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৭:২৬

ফরিদগঞ্জে শিক্ষার্থী অপহরণ ও যৌন নিপীড়নের ঘটনায় আটক ২

প্রবীর চক্রবর্তী ।।
ফরিদগঞ্জে শিক্ষার্থী অপহরণ ও যৌন নিপীড়নের ঘটনায় আটক ২

ফরিদগঞ্জের স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় মো. আল কারেজ (২০)কে ও ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মো. জহিরুল ইসলাম (৫০)কে আটক করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর ২০২৫) তাদের আটকের পর চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলার ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামের কবির হোসেনের ছেলে বখাটে মো. আল কারেজ অপহরণ করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ থেকে রোববার রাতে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে।

এদিকে ৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে থানা পুলিশ উপজেলার বদরপুর এলাকা থেকে মো. জহিরুল ইসলাম (৫০)কে আটক করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, উভয় ঘটনায় অভিযুক্ত দু আসামীকে সোমবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়