বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৯

ফরিদগঞ্জের স্বর্ণের দোকানে চোরাইকৃত স্বর্ণ উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ২

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জের স্বর্ণের দোকানে চোরাইকৃত স্বর্ণ উদ্ধার, কথিত সাংবাদিকসহ আটক ২

ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্সে চুরির ঘটনায় দু চোর ও চুরি হওয়া প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণালঙ্কার বিক্রির টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃত চোরেরা হলো  চাঁদপুর থেকে আটক খলিল মৃধা (৪০) ও  রাজধানী টেলিভিশনের খুলনার  ব্যুরো প্রধান, সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা  কামাল পারভেজ মিলন (৪৬)। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুর চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিপিএম বার। 

এ সময় তিনি বলেন, ফরিদগঞ্জ বাজারের মা জুয়েলার্সে গত ১৫  অক্টোবর রাতে দোকানের সাটারের তালা ভেঙ্গে দেকানে থাকা প্রায় ২৪.৯ ভরি স্বর্ণ ও ৩৫ ভরি রূপা এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। এরপর থেকে পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে খুলনায় প্রাত তিনদিন অভিযান পরিচালনা করে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) রাতে শীর্ষ চোর কামাল পারভেজ মিলন (৪৬) কে চোরাইকৃত ৭ ভরি ১ আনা  ২ রর্তি স্বর্ণ, ২ টি মোবাইল ও চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার করে। তার তথ্য মতে চাঁদপুরের  শেখের হাট কলোনি থেকে অপর চোর খলিল মৃধা(৪০)কে চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির ৫ লক্ষ টাকা সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কামাল পারভেজ মিলন (৪৬) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজারি ইউনিয়নের পিরোজপুর এলাকার ইসমাইল সর্দার প্রকাশ আলী হোসেন হোসেনের ছেলে। সে ওই এলাকার জামায়াত ইসলামী নেতা সহিদুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ভাই। মিলন খুলনা সদর এলাকার নিরালা রোড নং ১৭ বাসার সাহেব লস পাড়ার তরিকুল ইসলাম বাড়ির ৩ -সিতে বাড়া থাকতো। এছাড়া মিলন  আইপি টেলিভিশন রাজধানী টিভির খুলনার ব্যুরো চীফ বলে সে জানায়। সে ২০১৬  সালে  সাতক্ষীরা জেলার ৮নং খাজরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও হাইকোর্ট ওই নির্বাচন স্থগিত করে দেয় পরবর্তীতে।

অপর আসামি মো. খলিল মৃধা পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি এলাকার নেছার উদ্দিন মৃধার ছেলে। সে বর্তমানে চাঁদপুর সদর উপজেলার এনায়েতনগর শেখের হাট (আশ্রয় বাড়ি)। প্রেস ব্রিফিং কালে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার  (হাজিগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফরিদগঞ্জ   থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়