প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৪৩
হাজীগঞ্জে মাদকসহ সাবেক পৌর কাউন্সিলর ভুট্টু আটক, নেতা-কর্মী ও স্থানীয়দের দাবি, তাকে ফাঁসানো হয়েছে

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু (৫৪)কে মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুরে চাঁদপুর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
|আরো খবর
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় হাজীগঞ্জ পৌরসভাধীন ১০নং ওয়ার্ডস্থ রান্ধুনীমুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোরশেদ আলম ভুট্টুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট, এক বোতল বিদেশী মদ ও ১০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করে হাজীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এদিকে খোরশেদ আলম ভুট্টুকে আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও তার এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে দেয়। এদিকে বিএনপির নেতৃবৃন্দসহ ওই এলাকার লোকজন জানান, তাকে (খোরশেদ আলম ভুট্ট) ফাঁসানো হয়েছে। এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ওই এলাকার হাওলাদার বাড়ির দেলোয়ার হোসেন (৬৫), কাজীমুদ্দিন বেপারী বাড়ির প্রতিবন্ধী লাল মিয়া (৫৫) ও একই বাড়ির আবুল কাশেম (৪৮) জানান, খোরশেদ আলম ভুট্টু মাদকের সাথে জড়িত নন। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা কাজীমুদ্দিন বাড়ির মাদক ব্যবসায়ী সোহাগের বসতঘর তল্লাশি করে। এরপর তারা (আইনশৃঙ্খলা বাহিনী) পারুলের ঘরে এসে কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টুকে ঘুম থেকে জাগিয়ে ধরে নিয়ে যায়। পরে জানতে পেরেছি, কাউন্সিলরকে মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে। আসলে তিনি এসব কাজে জড়িত নন। খোঁজ নিয়ে দেখেন, এলাকার সবাই মনে করে তাকে ফাঁসানো হয়েছে।
কাজীমুদ্দীন বেপারী বাড়ির ভুলু, মাদক ব্যবসায়ী সোহাগের মা সুফিয়া বেগম ও বোন লিপি জানান, আর্মিরা এসে সোহাগের ঘুর-দুয়ার (বসতঘর) তল্লাশি করেছে। তবে কিছু পেয়েছে কিনা জানি না। এরপর শুনেছি কাউন্সিলরকে ধরে নিয়ে গেছে। সকলে সাবেক কাউন্সিলর ভুট্টুকে নির্দোষ দাবি করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং থানায় অবস্থানকারী সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার লোকমান হোসেন বলেন, প্রেস রিলিজের মাধ্যমে তথ্য উপস্থাপন করা হয়েছে।






