মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০১:২২

ফরিদগঞ্জে নাইট গার্ডকে বেঁধে রেখে ৬টি অটোবাইক, ৮টি ব্যাটারি ও চার্জার চুরি

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে নাইট গার্ডকে বেঁধে রেখে ৬টি অটোবাইক, ৮টি ব্যাটারি ও চার্জার চুরি

ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের আইলের রাস্তায় নাইট গার্ডকে বেঁধে রেখে গ্যারেজ হতে ছয়টি অটোবাইক ও অন্য দুটি অটোবাইকের ৮টি ব্যাটারি এবং চার্জার চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের আলোকে জানা যায়, অটোবাইকের গ্যারেজের মালিক মো. আলাউদ্দিন তার একটি দোকানকে গ্যারেজ বানিয়ে ৭/৮ টি অটোবাইক ভাড়ায় রাখেন। ঘটনার দিন (২২ অক্টোবর ২০২৫) রাত ১১ টায় প্রতিদিনের মতো ৮টি অটোবাইক গ্যারেজে রেখে তালা মেরে আলাউদ্দিন বাড়িতে চলে যান। কিন্তু পরদিন ভোর সাড়ে ৪টায় পার্শ্ববর্তী ছেরু গাজী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দেখেন, বাজারের নাইট গার্ড মিলনকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে এবং আলাউদ্দিনের গেরেজের তালা ভাঙ্গা। এ সময় ছেরু গাজী ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন চলে আসে এবং গ্যারেজের মালিক আলাউদ্দিনও খবর পেয়ে চলে আসেন। নাইট গার্ড মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময় দেখতে পান আলাউদ্দিনের গ্যারেজের তালা ভাঙ্গা এবং তার গ্যারেজে থাকা ছয়টি অটোবাইক নেই এবং দুটি অটোবাইকের ৮ টি ব্যাটারি ও সার্জার নেই। পরে এদিক সেদিক খবরাখবর নিয়ে চুরি হওয়া অটোবাইক এবং ব্যাটারি না পেয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেন।

বাজারের নাইটগার্ড মিলনের তথ্য মতে জানা যায়, চোরের দলে মোট ৯ জন ছিলো। তাদের সাথে একটি নীল কালারের পিকআপ গাড়ি ছিলো। তাকে বেঁধে রেখে ওই গাড়িতে করে ছয়টি অটোবাইক এবং দুটি অটোবাইকের ব্যাটারি নিয়ে যায়।

চুরি হওয়া অটো বাইক গুলোর চেসিস নং 900001181, YDK021102334, EV20250714KY02, YDKD2501127, DYDRYAI006090 এবং একটি গাড়ির চেসিস নং নেই।

দুর্ধর্ষ এই চুরির কারণে অটোবাইকের আটটি ড্রাইভারের ঘরে বর্তমানে হাহাকার চলছে। যদি কেউ অটোবাইকগুলোর কোনো খবরাখবর পেয়ে থাকেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে : ০১৬৩৮৩২০৮৬৯।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়