রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৪

রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার, দুজন পলাতক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার, দুজন পলাতক

লক্ষ্মীপুরের রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাতে চট্টগ্রাম বিমানবন্দর টার্মিনাল থেকে গ্রেপ্তার করে রায়পুর থানায় নিয়ে আসা হয়েছে। এই মামলায় তিনজন কারাগারে, চারজন উচ্চ আদালত থেকে জামিনে ও দুজন পলাতক।অভিযুক্ত জোবায়ের হোসেন রায়পুরের চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের নিহত দিনমজুর জাহাঙ্গির হোসেন হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং দলের প্রধান। সে উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। সে শুক্রবার রাতের ফ্লাইটে সৌদিআরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জামাল হোসেন জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উদমারা গ্রামে এলাহি বক্স পাটওয়ারি বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগমের ছেলেকে ঢিল মারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোর গ্যাং প্রধান জোবায়ের হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসতঘরে হামলার চালায়। এ সময় ধারালো অস্ত্র দ্বারা জাহাঙ্গীরসহ তার পরিবারে চারজনকে কুপিয়ে জখম করা হয়। তিনজনের অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এর মধ্যে জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন, যার নাম্বার ০৮(১০)২৫।

দিনমজুর জাহাঙ্গীরসহ তার ছেলে ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে জখম বর্বরতার প্রতিকার চেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে গত ১২ এপ্রিল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা জানান, খুনি জোবায়েরের নেতৃত্বে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো স্থানীয়রা। বাড়িঘরে হামলা-ভাংচুরসহ কুপিয়ে আহত করা হচ্ছে সাধারণ মানুষকে। এ প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। একের পর এক কিশোর গ্যাংয়ের হামলায় অতিষ্ঠ তারা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়