শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২২:০১

রায়পুরে পৃথক তিন শিশু ধর্ষণ চেষ্টা, কিশোর কারাগারে, অপর দুই ঘটনা মীমাংসা!

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রায়পুরে পৃথক তিন শিশু ধর্ষণ চেষ্টা, কিশোর কারাগারে, অপর দুই ঘটনা মীমাংসা!

‎লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থানে তিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ও বৃহস্পতিবার দুপুর ও বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়নের শহর আলীর মোড়, রায়পুর ইউনিয়নের দেবিপুর ও চরপাতা গ্রামের গাজিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) রায়পুর ইউনিয়নের চরপলোয়ান গ্রামের জিহাদ হোসেনের বখাটে কিশোর ছেলে জিহাদ হোসেন (১৬) তার বসতঘরে নিয়ে একই এলাকার ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে থানায় শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ অভিযুক্ত জিহাদকে আটক করে আদালতে নিলে সে বিচারকের সামনে তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে। শিশুকে ডাক্তারি পরীক্ষা করে মায়ের জিম্মায় দেয়া হয়।

এদিকে বুধবার দুপুরে হায়দরগঞ্জ বাজারের পরে শহর আলীর মোড় এলাকায় এক শিশু (৬) ধর্ষণ চেষ্টার ঘটনায় হযরত আলী বেপারী নামের (৪০) স্ক্রাপ ব্যবসায়ীকে আটক করে থানায় আনলেও রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ শিশুর বাবা।

চরপাতা গ্রামের গাজিনগর বাজার এলাকায় প্রবাসীর এক শিশু (৭)কে ধর্ষণ চেষ্টা চালায় স্থানীয় আয়াত উল্যা (৬৫) নামে কনফেকশনারি দোকানদার। এই ঘটনায় জাহাঙ্গির হোসেন নামের স্থানীয় ব্যবসায়ীর দোকানে সালিসি বৈঠক করে অভিযুক্তের ৮০ হাজার টাকা জরিমানা ও মীমাংসা করে দেয় কয়েক মাতবর।

‎রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “চরবংশীর শহর আলী মোড়ে শিশুর ঘটনাটি তদন্ত করে প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়। চরপাতার গাজিনগর বাজারে শিশুকে যৌন হয়রানির ঘটনায় কেউ অভিযোগ করেনি। রায়পুর ইউনিয়নের দেবিপুর গ্রামের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়। অভিযুক্ত জিহাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গত কয়েক মাসে রায়পুরে শিশু ও নারী নির্যাতন বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়