প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৮:৪০
মতলবে বিএসটিআই-এর অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মতলব দক্ষিণ উপজেলায় বিএসটিআই-এর অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য বিক্রয় ও বিতরণের অপরাধে লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, মধুবন সুইটমিট, ভাই ভাই হোটেল অ্যান্ড নন্দ কেবিনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ঘোষ কেবিন কর্তৃপক্ষকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলার নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌ. আমিনুল ইসলাম শাকিল (ফিল্ড অফিসার), সিএম, মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), মো. শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি) ও মো. রাজিব ফকির (ফিল্ড অফিসার), সিএম প্রমুখ।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। বিএসটিআই, কুমিল্লা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।