রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৫:৩৬

ঋণের কিস্তির টাকা না দেয়ায় ঝগড়া

স্ত্রী-সন্তানরা হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যার চেষ্টা ॥ আটক ৪

প্রবীর চক্রবর্তী
স্ত্রী-সন্তানরা হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যার চেষ্টা ॥ আটক ৪

এনজিও থেকে ঋণ নিয়ে অটোবাইক কেনার পর ঋণের কিস্তির টাকা না দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার এক পর্যায়ে মনোহর মিয়া মনা (৬০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে মারধর এবং বালিচাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ওই বৃদ্ধের স্ত্রী ও তিন সন্তানসহ ৪জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর রোববার (১০ আগস্ট ২০২৫) আটককৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের। আটককৃতরা হলো : মনোহর মিয়ার স্ত্রী তাছলিয়া বেগম (৪৭) ও তিন সন্তান যথাক্রমে জুয়েল পাঠান (২৩), আয়েশা আক্তার প্রিয়া (২৮) ও রিয়া আক্তার (১৬)।

জানা গেছে, অটোবাইক চালক মনোহর মিয়া মনা সম্প্রতি এনজিও থেকে ঋণ উঠিয়ে ৭০ হাজার টাকা দিয়ে অটোবাইক কিনেন। গত ৮ আগস্ট এনজিও ঋণের কিস্তি ৮ হাজার টাকা পরিশোধের কথা থাকলেও মনোহর মিয়া তা প্রদান করতে ব্যর্থ হন। এ নিয়ে তার সাথে শনিবার (৯ আগস্ট ২০২৫) রাতে তার স্ত্রী ও সন্তানদের ঝগড়া বাঁধে। ঝগড়ার চরম পর্যায়ে তার স্ত্রী ও সন্তানরা মনোহর মিয়াকে হাত-পা বেঁধে মারধরের এক পর্যায়ে সে চিৎকার দিলে তাকে বালিশ চাপা দেয় অভিযুক্তরা। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধ মনোহর মিয়াকে বাঁধন মুক্ত করে ও প্রাণ বাঁচায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার এবং তার স্ত্রী-সন্তানদের আটক করে।

পরে মনোহর মিয়া বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় স্ত্রী ও তিন সন্তানের নামে মামলা (ফরিদগঞ্জ থানার মামলা নং- ১২/১৮৪, তারিখ- ১০/০৮/২০২৫ইং, ধারা- ৩২৩/৩৪২/৩০৭/৩৪) দায়ের করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ঘটনার কথা জেনে রাতেই আমরা বৃদ্ধ মনোহর মিয়া মনাকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসি। পরে স্ত্রী ও সন্তান মিলে ওই বৃদ্ধকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোরবার (১০ আগস্ট ২০২৫) দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাত ১০টার দিকে এক বৃদ্ধকে তার সন্তানরা ঘরের মধ্যে হাত-পা বেঁধে রেখেছে এমন সংবাদের ঘটনায় এলাকাবাসী পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি পাঠান বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই বৃদ্ধকে ঘরের ভেতর থেকে উদ্ধার করে। এ নিয়ে সামাজিক সযোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়