প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৮:৫২
কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে রাফি আহমেদ (২৫) নামের সাবেক এক ছাত্রদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাফি আহমদ কমলগঞ্জ সিদ্ধেশরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
|আরো খবর
শুক্রবার (৮ আগস্ট ২০২৫) মধ্যরাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশরপুর গ্রামে নিজ বসর ঘরে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। পিবিআইসহ পুলিশের অন্যান্য ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।