শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৬:১৩

নিখোঁজের ৫দিন পর খোঁজ মিলেছে অটোবাইক চালকের

প্রবীর চক্রবর্তী।।
নিখোঁজের ৫দিন পর খোঁজ মিলেছে অটোবাইক চালকের

ফরিদগঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পর অটোবাইক চালক ইলিয়াস হোসেন বাবুর খোঁজ মিলেছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেলে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শেখপুর গ্রামের ঢালী বাড়ির সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ইলিয়াস হোসেন বাবু ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামের ইসমাইল বেপারী ও লিলু বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান।

ভুক্তভোগীর মা লিলু বেগম বলেন, আমার ছেলে অন্য এক ব্যক্তির অটোবাইক ভাড়ায় চালিয়ে আমাদের পরিবারের জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়, পরে আর বাড়িতে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত সোমবার (২৮ জুলাই ২০২৫) ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করি। এর পূর্বে ফেসবুক-টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছেলের ছবি ছড়িয়ে দেই। পরে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) খবর পেয়ে রামগঞ্জের শেখপুর গ্রাম থেকে ছেলেকে উদ্ধার করি। আমার ছেলের ওপর এমন ঘটনার বিচার ও অটোবাইকটি উদ্ধার করতে প্রশাসনের সহায়তা কামনা করছি।

এদিকে ভুক্তভোগী ইলিয়াস হোসেন বাবু অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ইলিয়াস হোসেন বাবুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে গত ৫ দিন তিনি কোথায় কী অবস্থায় ছিলেন তা এখনো জানা যায়নি। তিনি সুস্থ হলে তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়