বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০২:১৩

মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

মৃত তোফাজ্জল মাস্টারের বাড়ির সামনে রাস্তার উপর থেকে আটক

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

সোমবার (২৮ জুলাই ২০২৫) মতলব দক্ষিণ থানার এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালিয়াইশ গ্রামে অভিযান পরিচালনা করেন।

মৃত তোফাজ্জল মাস্টারের ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ অভিযানে আটক হন দুই মাদক ব্যবসায়ী—ইমন (৪২), পিতা-মৃত সিরাজ উদ্দিন, মাতা-হাসিনা বেগম, সাং-মোথয়া, ডিলার বাড়ি, ৬নং ওয়ার্ড, ২২নং মোহাম্মদপুর ইউনিয়ন, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা এবং রায়হান মিয়া মেহেদী (৩০), পিতা-ছন্দু মুন্সি প্রঃ সাইদুর মহমান, মাতা-নাছিমা বেগম, সাং-বুধুগ্ধা মুন্সি বাড়ি, ২নং ওয়ার্ড, ৩নং বিতারা ইউনিয়ন, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর।

তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় মোট পাঁচ কেজি গাঁজা।

আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানার পুলিশ নিশ্চিত করেছে, এই অভিযান নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়