প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৬:০৫
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ফরিদগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহুল আমিন (৬২) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) রাতে থানা পুলিশ অভিযুক্তকে আটকের পর শুক্রবার (৪ জুলাই ২০২৫) চাঁদপুর আদালতে প্রেরণ করেছে। আটক রুহুল আমিন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া গ্রামের মৃত সেরাজুল হক খানের ছেলে।
|আরো খবর
জানা গেছে, গত ২৮ জুন শনিবার বিকেলে ৭ বছরের ওই শিশুটি মক্তবে পড়াশেষে বাড়ি যাওয়ার পথে অভিযুক্ত বৃদ্ধ রুহুল আমিন শিশুটিকে ফুসলিয়ে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে। আশপাশের লোকজন টের পেলে অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যায়। পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল সালিসের কথা বলে কালক্ষেপণ করায়। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) রাতে শিশুটির মা ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সে আলোকে অভিযুক্তকে রাতেই আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম মামলা গ্রহণ ও অভিযুক্তকে আটকের কথা নিশ্চিত করে জানান, শুক্রবার (৪ জুলাই ২০২৫) অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।